করোনা
করো না এই করো না
এবার তুই যা না
অনেকদিন তো হলো
বর্ষা চলে এলো……
তোর কি এখনো যাবার সময় হলো না
কতদিন ধরে জ্বালাতনএর আয়না ,,!
কত মায়ের কোল খালি করলি
কত মানুষের বিয়ের সময় লোক খেলো না
সবাই সবার থেকে দূরে দূরে হাটে
ভাই ভাইকে দেখে ট্যারা চোখে চাই, যায় চোটে।
হাত ধোই সবাই বারবার
বর্ষা এসে গেছে এবার তো যাবার পালা
এবার যা।