Categories
Uncategorized

মাগো মা

মাগো মা মাগো মা
তোমার নেই তুলনা

ছোট্টো বেলায় হাতটি ধরে চলা শেখাতো কে
খাবার সময় ছুটে বেড়ানোই আদর জোটাতো কে

প্রস্রাব খানি আমিতো জানি তোমার কাছে ছিল শুধুই পানি
আমার ক্লেসে সারাদিন শেষে হত না তোমার কোনো গ্লানি

মাগো মা মাগো মা
তোমার নেই তুলনা

আমাকে যত্ন নিয়ে ঘুমাতে না তুমি সারারাত
সেই রাত নিঝুম আমার কাঁচা ঘুম রাখতে তোমার হাত

মাগো মা মাগো মা
তোমার নেই তুলনা

উঠে ঘুম ঘুম চোখে সারাদিন শুধু কাজ
খুব মনে পড়ে আজ

তারই ফাঁকে আমাকে
আদর উল্লাসে ডাকে

তোমার চিন্তা যত আমাকে ঘিরে ছুটে যায়
তোমার ওই মুখখানি দেখি আমি চিরদিনি আকাশের নীলিমায়

মাগো মা মাগো মা
তোমার নেই তুলনা

তুমি হলে মাগো আমার প্রথম স্কুল
ক্ষমা করো যদি কোন হয় দোষ ভুল

মায়ের তুলনা শুধুই হলো মা
পৃথিবীতে আর কিছু নেই তুলনা

মথি আশরাফ বলে মাকে মেরো না
মাগো মা মাগো মা তোমার নেই তুলনা

RASULPUR NOTES CENTRE RNC: RASULPUR's avatar

By RASULPUR NOTES CENTRE RNC: RASULPUR

Singer song writer book writer philosopher . Humanism Developer.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started