Categories

মা,,

মাগো মা মাগো মা
তোমার নেই তুলনা

ছোট্টো বেলায় হাতটি ধরে চলা শেখাতো কে
খাবার সময় ছুটে বেড়ানোই আদর জোটাতো কে

প্রস্রাব খানি আমিতো জানি তোমার কাছে ছিল শুধুই পানি
আমার ক্লেসে সারাদিন শেষে হত না তোমার কোনো গ্লানি

মাগো মা মাগো মা
তোমার নেই তুলনা

আমাকে যত্ন নিয়ে ঘুমাতে না তুমি সারারাত
সেই রাত নিঝুম আমার কাঁচা ঘুম রাখতে তোমার হাত

মাগো মা মাগো মা
তোমার নেই তুলনা

উঠে ঘুম ঘুম চোখে সারাদিন শুধু কাজ
খুব মনে পড়ে আজ

তারই ফাঁকে আমাকে
আদর উল্লাসে ডাকে

তোমার চিন্তা যত আমাকে ঘিরে ছুটে যায়
তোমার ওই মুখখানি দেখি আমি চিরদিনি আকাশের নীলিমায়

মাগো মা মাগো মা
তোমার নেই তুলনা

তুমি হলে মাগো আমার প্রথম স্কুল
ক্ষমা করো যদি কোন হয় দোষ ভুল

মায়ের তুলনা শুধুই হলো মা
পৃথিবীতে আর কিছু নেই তুলনা

মথি আশরাফ বলে মাকে মেরো না
মাগো মা মাগো মা তোমার নেই তুলনা

Design a site like this with WordPress.com
Get started